ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপপুরের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৬, ২০২৩
রূপপুরের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ ফাইল ছবি

বাগেরহাট: পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা সান’।

শনিবার (০৬ মে) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি।

দ্রুতই জাহাজে থাকা এই পণ্য খালাস শুরু হবে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এরআগে গত ৩ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য বোঝাই করে মোংলা বন্দরে উদ্দেশ্যে ছেড়ে আসে এই বিদেশি জাহাজটি।

এরআগে, গত ২৫ এপ্রিল দুই হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারি নিয়ে মোংলা বন্দরে এসেছিল রুশ পতাকাবাহী জাহাজ 'এমভি ইয়ামাল ওরল্যান'।

এমভি আনকা সান জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিংয়ের ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, জাহাজটিতে ৬৩০ প্যাকেজের এক হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য রয়েছে। এসব পণ্য খালাস শেষে সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এ মাসে আরও দুটি বিদেশি জাহাজে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি আসার কথা রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বাস্তবমুখী পদক্ষেপের ফলে মোংলা বন্দর এখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। এ বন্দর দিয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের চলমান প্রায় সব মেগা প্রকল্পের পণ্য খালাস হচ্ছে।

আধুনিক পদ্ধতিতে দ্রুত দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় দেশি-বিদেশি ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে ওঠছেন বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।