ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী অঞ্চলের পাঁচ আসনের শুনানি রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মে ৬, ২০২৩
রাজশাহী অঞ্চলের পাঁচ আসনের শুনানি রোববার

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের পাঁচ আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি রোববার (০৭ মে)।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, নির্বাচন ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে।

যে আসনগুলোর শুনানি হবে সেগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ-১ এবং সিরাজগঞ্জ-১, ২, ৫ ও ৬ আসন।

গত ০৩ মে কুমিল্লা অঞ্চলের ১৩টি আসনের শুনানি হয়। ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা অঞ্চলের সীমানার ওপর আবেদনের শুনানি হবে ১১ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। আর বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদনগুলোর শুনানি হবে ১৪ মে সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

এবার ৩৮টি আসনের সীমানা পুনর্নির্ধারণে মোট ১৮৬টি আবেদন পড়ে ইসিতে।

ইসি সচিব আরও জানান, সবগুলোর আবেদনের শুনানি শেষ হলে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে বিকেল ৩টায় গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানের শুনানি হবে। নির্বাচনী আচরণবিধি ভঙের কারণে তার প্রার্থিতা কেন বাতিল হবে না, সে কারণ ব্যাখ্যা করার জন্যই আজমত উল্লা খানকে তলব করেছে ইসি।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মে ০৬, ২০২৩
ইইউডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।