ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
রাজশাহীতে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

রাজশাহী: রাজশাহীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।  

রোববার (৭ মে) সকালে রাজশাহী কলেজ অডিটরিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. ফারুক হোসেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।  

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ‘ভিশন ২০৪১’কে সামনে রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। তারই অংশ হিসেবে এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, সৃজনশীল উদ্ভাবনী চিন্তাধারায় সেবা সহজীকরণ করতে হবে। এক্ষেত্রে চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তবেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেওয়া রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টলে তথ্য-প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়। সোমবার (৮ মে) ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।