ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পরীক্ষা শেষে খাতা নিয়ে কারসাজি, মাদরাসা সুপারকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ৮, ২০২৩
পরীক্ষা শেষে খাতা নিয়ে কারসাজি, মাদরাসা সুপারকে অর্থদণ্ড

সাতক্ষীরা: পরীক্ষা শেষ হওয়ার পর কন্ট্রোলরুমে ঢুকে দাখিল পরীক্ষার্থীদের খাতায় কারসাজি করার সময় এনামুল কবির বাবু নামে দেবহাটার এক মাদরাসা সুপারকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ মে) দেবহাটার সখিপুর আলিম মাদরাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এনামুল কবির বাবু সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি দেবহাটার পারুলিয়া আহছানিয়া মাদরাসার সুপার পদে কর্মরত।  

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পরীক্ষার্থীদের খাতা নিয়ে কারসাজির সময় ওই শিক্ষককে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ১০ ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

কেন্দ্র সূত্র জানায়, রোববার সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা হয়। সকাল থেকে প্রায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী। পরীক্ষা শেষ হতেই অফিসে যাওয়ার কথা বলে ইউএনও পরীক্ষাকেন্দ্র ত্যাগ করেন। এসময় সুপার এনামুল কবির বাবু কন্ট্রোল রুমে ঢুকে তার প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের খাতা নিয়ে ভুল উত্তরগুলো কাটাকাটি ও সেখানে নতুন করে উত্তর বসাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী আচমকা কেন্দ্রে ফিরে কন্ট্রোল রুমে ঢুকে পড়েন। সে সময় ইউএনও’র কাছে হাতেনাতে ধরা পড়ে যান আহছানিয়া মাদরাসার সুপার এনামুল কবির বাবু। পরে তাকে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।