ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশে পড়েছিল নবজাতকের লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, মে ৮, ২০২৩
রাস্তার পাশে পড়েছিল নবজাতকের লাশ প্রতীকী ছবি

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) বেলা ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের রাস্তার পাশে লাশটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, কানিশাইল রাস্তার পাশে এক নবজাতকের লাশ দেখে জনতা ভীড় করে। পরে ঘটনাটি থানায় জানানো হলে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথি ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও আলামত সংগ্রহ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার পাশে মৃত এক নবজাতক পাওয়া গেছে। কিন্তু এজন্য কারা দায়ী, তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।