ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ৮, ২০২৩
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

মাগুরা: কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।  

সোমবার (০৮ মে) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত।  

এ সময় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদরের বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ১০ মে পর্যন্ত। মেলায় ১০টি স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।