ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না শিশু সানাউল্লাহর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ৮, ২০২৩
স্কুল শেষে বাড়ি ফেরা হলো না শিশু সানাউল্লাহর

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানচাপায় সানাউল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।  

সোমবার (৮ মে) দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে উপজেলার মেরিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সানাউল্লাহ উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে।  

শিশুটি মেরীরহাট দা হলি কোরআন একাডমির প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা হেলাল মিয়া জানান, দুপুর ১২টার দিকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মেরিরহাট বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল সানাউল্লাহ। এসময় ঘোড়াঘাট থেকে পলাশবাড়ীগামী দ্রুতগতির একটি অটোরিকশা-ভ্যান শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা সানাউল্লাহকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর মারা যায় শিশুটি। মরদেহ বর্তমানে নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বিক্ষুদ্ধ লোকজন চালকসহ রিকশা-ভ্যানটি আটক করেছে বলেও জানান তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়:১৭০৩ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।