ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নকল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক ২

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ৮, ২০২৩
নকল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক ২

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে নকল সার্টিফিকেট তৈরির অভিযোগে দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।  

সোমবার (০৮ মে) দুপুরে উপজেলার নলতায় অবস্থিত সামি টেলিকমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- সামি টেলিকমের পরিচালক ও নলতা ইউনিয়নের আব্বাসের হাটখোলা এলাকার লিয়াকত সরদারের ছেলে পলাশ সরদার ও প্রতিষ্ঠানের কর্মচারী একই ইউনিয়নের কাজলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. হাসান।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, পলাশ সরদার অর্থের বিনিময়ে দীর্ঘদিন যাবত নকল সার্টিফিকেট তৈরি করে আসছিলেন। তাদের বানানো এই ভুয়া সার্টিফিকেট অনেক মানুষের কাছে চলে গেছে। অভিযানকালেও তার নমুনা পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।