ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় ৫ গরুসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ৯, ২০২৩
সাটুরিয়ায় ৫ গরুসহ আটক ১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি এলাকা থেকে চোরাই একটি গরুসহ আকবর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ মে) বিকেলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আকবর আলী সদর উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি এলাকায় ভোরের দিকে গরু চোরেরা দুইটি পিকআপভ্যানে করে ছয়টি গরু চুরি করে নিয়ে যায়। ওই সময় এলাকার লোকজন বিষয়টি সাটুরিয়া থানায় জানান। তখন ডিউরত পুলিশ সদস্যরা একটি পিকআপভ্যান থেকে পাঁচটি গরুসহ আকবর আলীকে আটক করেন। আর অপর গাড়িতে থাকা গরুটি নিয়ে চোরেরা পালিয়ে যান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, গরু চুরির ঘটনায় আকবর আলী নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া বাকিদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।