ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যশোর শিক্ষাবোর্ড কর্মকর্তা দম্পত্তির বিরুদ্ধে প্রতারণা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
যশোর শিক্ষাবোর্ড কর্মকর্তা দম্পত্তির বিরুদ্ধে প্রতারণা মামলা

যশোর: সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ সচিব জাহানারা খাতুন ঝর্ণা ও তার স্বামী আব্দুল মান্নানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ভুক্তভোগী যশোর উপশহরের ৭৮ নম্বর বাড়ির বাসিন্দা তৌহিদ হোসেন বিপ্লবের স্ত্রী নার্গিস সুলতানা এ মামলা করেন।

আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। বাদী ও বিবাদী একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী নার্গিস সুলতানা মামলায় উল্লেখ করেন, আসামি জাহানারা খাতুন ঝর্ণা যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপসচিব পদে চাকরি করেন। বাদী এমএ পাস করে বেকার বসে আছেন। আসামি তাকে প্রাইমারি শিক্ষক অথবা শিক্ষাবোর্ডে চাকরি দিতে পারবেন বলে জানান। শুধু তাই নয় চাকরি দিতে ছয় লাখ টাকা ঘুষ দিতে হবে বলেও জানান। এক বছরের মধ্যে চাকরি দেওয়ার শর্তে ঘুষের দুই লাখ টাকা অগ্রিম এবং বাকি টাকা নিয়োগপত্র পেয়ে দিতে হবে বলে জানানো হয়। আসামির কথায় রাজি হলে সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে তাকে দুই লাখ টাকা দেন ঝর্ণাকে। কিন্তু চাকরি না দিয়ে আজ না কাল বলে ঘুরাতে থাকেন। গত ১ মে বেলা ১১টার দিকে আসামি ঝর্ণার কাছে দেওয়া টাকা ফেরত চাইলে তিনি অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।