ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।
বুধবার (১০ মে) তিনি ডেমরা পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, ক্যান্টিন, অস্ত্রাগারসহ অন্যান্য অফিস পরিদর্শন করেন।
পরে বিশেষ কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন।
এ সময় তিনি ফোর্সের মনোবল বৃদ্ধিতে দায়িত্বের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা ও শরীরচর্চার পরামর্শ দেন। পরে তিনি ডেমরা পুলিশ লাইন্সে একটি আমের চারা রোপণ করেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব), উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ১০, ২০২৩
পিএম/জেডএ