ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ১০, ২০২৩
গোবিন্দগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ আটক ৩

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বুধবার (১০ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প।

 

আটকরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ী (পূর্বপাড়া) গ্রামের মৃত জামাল মণ্ডলের ছেলে এনামুল হক (৩৭), একই গ্রামের রাজা মিয়ার ছেলে ফিরোজ কবির আকন্দ (৪০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গজেরকুটি গ্রামের নুর ইসলামের ছেলে আজিজুল হক (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বোগলাগাড়ী গ্রামে অভিযান চালায় র‌্যাব-১৩ গাইবান্ধা ও রংপুরের ক্যাম্পের যৌথ দল। সে সময় ওই তিন যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৩ কেজি গাঁজা। এ ঘটনায় আটক ওই তিনজনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।