ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ১২, ২০২৩
নাটোরে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ নাটোর সদর থানা: ফাইল ফটো

নাটোর: নাটোর শহরতলীর দত্তপাড়া এলাকায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।  

শুক্রবার (১২ মে)  সকালে এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।  

গত বুধবার (১০ মে) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  নাছিম আহম্মেদ বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আলামিন হোসেনের ছেলে বিজু হোসেন প্রতিবেশীর এক শিশুকন্যাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়।  

এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করতে থাকে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বিজু দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি ভুক্তভোগীর স্বজনরা গ্রাম্য প্রধানদের জানালে তারা বিষয়টি আপস-মীমাংসা করার চেষ্টা করেন। পরে বিষয়টি পুলিশ অবগত হলে আপস-মীমাংসার সেই চেষ্টা ব্যর্থ হয়।

শিশুর বাবা বাদী হয়ে বিজুকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।