ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেন্টমার্টিনের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্কে স্থানীয়রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
সেন্টমার্টিনের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজার: কক্সবাজার ও এর আশপাশের এলাকায় এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার প্রভাব খুব একটা লক্ষ্য করা যায়নি। তবে চরম আতঙ্কে দিন কাটছে সীমান্ত উপজেলা টেকনাফের মানুষের।

বিশেষ করে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত দ্বীপের অবস্থা অনেকটা স্বাভাবিক। দ্বীপে কাজ করেন এমন কিছু শ্রমিক আসা-যাওয়ার মধ্যে আছেন। এখনও কেউ দ্বীপ ছেড়ে যাননি। আজও একটি বোটে করে বেশকিছু শ্রমিক টেকনাফ গেছেন।

তিনি বলেন, আট বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপের লোকসংখ্যা প্রায় ১১ হাজার। পরিস্থিতি খারাপ হলে এখানকার হোটেল মোটেলে আশ্রয় নেবেন দ্বীপবাসী।

স্থানীয় সাবেক ইউপি সদস্য হাবিব খাঁন বলেন, আজ (শুক্রবার) দুপুরে জুমার নামাজের পর দ্বীপের একাধিক মসজিদে ঘূর্ণিঝড় মোখা থেকে জানমাল রক্ষার জন্য বিশেষ মোনাজাত করেছেন মুসল্লিরা।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।