ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ি চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ি চালকের মৃত্যু

ঢাকা: ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের স্টাফ কোয়ার্টারের গাছে উঠে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে চান্নু বিশ্বাস (৪২) নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। তিনি মাষ্টার রোলে কলেজের গাড়ি চালাতেন।

শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রান্নু বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের রান্নু বিশ্বাসের ছেলে। বর্তমানে স্ত্রী নার্গিস আক্তার ও এক ছেলেকে নিয়ে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের স্টাফ কোয়ার্টারে থাকতেন।  

তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রেনিং কলেজের শিক্ষক মো. মনির হোসেন জানান, চান্নু কলেজে মাস্টার রোলে গাড়ি চালাতেন। থাকতেন কলেজের ভেতরেই। বিকেলে আম পাড়তে গাছে উঠেন। সেখানে বিদ্যুতের তারের সঙ্গে পায়ের স্পর্শ লেগে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় দ্রুত তাকে পপুলার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্ত্রী নার্গিস আক্তার জানান, তার স্বামী পাঁচ বছর ধরে মাস্টার রোলে কলেজের গাড়ি চালাতেন। এক ছেলেকে নিয়ে স্টাফ কোয়ার্টারেই থাকতেন তারা। গাছে উঠে আম পাড়তে গিয়ে পড়ে যান স্বামী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউমার্কেট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ১২, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।