ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: ভোলায় মধ্যরাত থেকে প্রচারণা, উপকূলজুড়ে আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:৪০ এএম, মে ১৩, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: ভোলায় মধ্যরাত থেকে প্রচারণা, উপকূলজুড়ে আতঙ্ক

ভোলা: দুর্যোগপ্রবণ দ্বীপজেলা ভোলায় ঘূর্ণিঝড় সতর্কতায় মধ্যরাত থেকে মাঠে নেমেছে সিপিপির স্বেচ্ছাসেবীরা।

শুক্রবার (১২ মে) দিবাগত রাত ১১টায় উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাইক্লোন শেল্টারে অবস্থান করার অনুরোধ করেন তারা।

এদিকে সংকেত বাড়ানোর পর থেকে উপকূলের বাসিন্দাদের মাঝে আতঙ্ক-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তবে রাতে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে দেখা যায়নি কাউকে।

এর আগে ভোলার অভ্যন্তরীণ ও দূর পাল্লার রুটের নৌযান চলাচল এবং ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে দেশের একমাত্র দ্বীপজেলা ভোলাসহ উপকূলের ১২ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ব্যাপারে ভোলা সিপিপির টিম লিডার মো. তসলিম বলেন, সতর্কতা সংকেত বাড়ানোর পর থেকে আমরা মাইকিং শুরু করেছি। মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলছি।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এনএস

বাংলাদেশ সময়: ৯:৪০ এএম, মে ১৩, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।