ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৌদিয়া পরিবহন থেকে ইয়াবাসহ চালক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ১৩, ২০২৩
সৌদিয়া পরিবহন থেকে ইয়াবাসহ চালক গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে কক্সবাজার-ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাত হাজার ৩০০ পিস ইয়াবাসহ চালক মো. দুলাল সরকারকে (৩৯) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৩ মে) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) উপ অঞ্চলের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসচালক দুলাল ঢাকার বিভিন্ন এলাকায় মাদকের ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করতেন। বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল।

তিনি জানান, দুলাল কক্সবাজার থেকে  ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসবে। তিনি ঢাকার কয়েকটি স্থানে এসব ইয়াবা সরবরাহ করবেন এমন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের রমনা সার্কেলের সমন্বয়ে গঠিত টিম দুলালের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে। পরে মেয়র হানিফ ফ্লাইওভারের গোলাপবাগ টোল প্লাজায় সৌদিয়া পরিবহনের বাসটি পৌঁছালে বাসের গতিরোধ করা হয়। দুলালকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেহ ও বাসের ড্যাসবোর্ড তল্লাশি করে সাত হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, দুলাল অভিনব কৌশলে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকায় তাদের নির্ধারিত কয়েকজন লোকের মাধ্যমে মাদক সরবরাহ করতেন। এজন্য তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন। এ সিন্ডিকেট কক্সবাজার থেকে মাদক ঢাকায় আনার ক্ষেত্রে বিভিন্ন কৌশল ব্যবহার করে।  

এ চক্রের অন্যান্য সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। এ সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে বলেও জানান মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।