ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা ছাড়াই ১২ হাজার টাকায় পাওয়া যেত ড্রাইভিং লাইসেন্স 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
পরীক্ষা ছাড়াই ১২ হাজার টাকায় পাওয়া যেত ড্রাইভিং লাইসেন্স 

সাভার (ঢাকা): ঢাকার সাভারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

কমিশনের সদরদপ্তরের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযোগের সত্যতা পাওয়ায় বেশ কিছু নথি জব্দ করা হয়েছে।  

অভিযান শেষে ওয়াহিদ মঞ্জুর সোহাগ সাংবাদিকদের বলেন, আমরা একটি বিশেষ অভিযান চালিয়েছি। আমাদের কাছে অভিযোগ ছিল, সাভারে বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে এবং ফিটনেস করানোর জন্য অতিরিক্ত টাকা দালালের মাধ্যমে নেওয়া হচ্ছে।  

তিনি বলেন, সকাল থেকে আমরা নানা ছদ্মবেশে সাভার বিআরটিএ অফিসের আশেপাশে ঘুরে বেড়াই এবং দালালের উপস্থিতি দেখতে পাই। আমাদের এ ধরনের কথা বলা হয়েছে যে ১২ হাজার টাকা দিলে পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।  

তিনি আরও বলেন, আমরা অফিসে এসে নথিপত্র ঘেঁটে দেখি যে, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। যা একেবারেই আইনের লঙ্ঘন। এসব ধরতেই আমরা এসেছি। সেসব নথিপত্র আমরা নিয়েছি। যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেব। আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আমরা প্রতিবেদনে উল্লেখ করব।

কমিশনের এই সহকারী পরিচালক বলেন, দালালদের ধরার চেষ্টা আমরা করেছি। যেহেতু দালালদের নাম-পরিচয় আমাদের কাছে নেই, তাই আমাদের উপস্থিতি বুঝতে পেরেই তারা পালিয়ে যায়। আমরা শিগগিরই আসব এবং দালালদের ধরে অবশ্যই শাস্তির আওতায় আনব।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।