ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মাদকের রুট: ভারত থেকে কানাইঘাট হয়ে যায় জকিগঞ্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ১৩, ২০২৩
সিলেটে মাদকের রুট: ভারত থেকে কানাইঘাট হয়ে যায় জকিগঞ্জ আটক করিম

সিলেট: ভারত থেকে সীমান্ত দিয়ে কানাইঘাটে আসে মাদকের চালান। এরপর নদীপথে মদের চালান চলে যায় সিলেটের সীমান্তবর্তী আরেক উপজেলা জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে।

সেখান থেকে ছড়িয়ে পড়ে পুরো সিলেটে। কানাইঘাটের ভারতীয় মদের চালানসহ আটক যুবক করিম উদ্দিনের কাছ থেকে এমন তথ্য জানতে পেরেছে পুলিশ।

এর আগে শুক্রবার (১২ মে) বিকেলে ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ তাকে আটক করে কানাইঘাট থানা পুলিশ।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (পরিদর্শক) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, কানাইঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় তিনটি বস্তায় ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করে ওই দল। এ সময় কানাইঘাট উপজেলার নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে মাদক কারবারি করিম উদ্দিনকে (২৪) আটক করা হয়। পরে মদের চালান বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়।

অভিযানিক দলের বরাত দিয়ে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বলেন, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালানোর সময় একজনকে আটক করা হয়। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি জানান, আটক করিম পেশাদার মাদক কারবারি। তার দেওয়া তথ্যমতে, ভারতীয় সীমান্ত এলাকা থেকে তারা মদের চালান কানাইঘাটে নারাইনপুর আসে। এরপর সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল। এর আগেই পুলিশ তাদের আটক করে। এর আগেও তারা এই রুটে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আটক করিম ও পলাতকদের নামে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।