ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: বরিশালে ১১ মেডিকেল কক্ষ ও মেডিকেল টিম গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: বরিশালে ১১ মেডিকেল কক্ষ ও মেডিকেল টিম গঠন

বরিশাল: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বরিশাল জেলায় ১১টি নিয়ন্ত্রণ কক্ষ ও ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, সব আশ্রয়কেন্দ্র মিলিয়ে মানুষের ধারণক্ষমতা ২ লাখ ৭০ হাজার পাঁচশত জনের। এছাড়া ৫০ হাজার গবাদিপশুও আশ্রয় নিতে পারবে কেন্দ্রগুলোতে।

এছাড়া জেলায় ৮৯৯ টন চাল, ৯ লাখ নগদ টাকা, ৫ হাজার পিস কম্বল, ১৩ বান্ডিল টিন ত্রাণসামগ্রী হিসেবে মজুদ রাখা হয়েছে।

অপরদিকে গোটা জেলায় প্রশাসনের পক্ষ থেকে ১১টি নিয়ন্ত্রণ কক্ষ ও ১১টি মেডিকেল টিম গঠনের পাশাপাশি ২ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

সেইসঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন কাজে আরও ২০ বেসরকারি প্রতিষ্ঠান সহযোগীতা করবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন>>>

ঘূর্ণিঝড় মোখা: রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতা 

ঘূর্ণিঝড় মোখা: জলোচ্ছ্বাসে ক্ষতির শঙ্কা কম

কক্সবাজার-কিয়াকপিউ বন্দরের মাঝ দিয়ে উপকূলে উঠতে পারে ‘মোখা’

ঘূর্ণিঝড় মোখা: ঝুঁকিতে কক্সবাজার

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।