ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

তবুও তারা কেন আশ্রয়কেন্দ্রে যেতে চান না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
তবুও তারা কেন আশ্রয়কেন্দ্রে যেতে চান না ছবি: বাংলানিউজ

ফেনী: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ফেনীর সোনাগাজী উপকূলীয় অঞ্চলে শুক্রবার (১২ মে) সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।  

শনিবার (১৩ মে) দুপুরেও এ উপকূলের বিভিন্ন এলাকায় বৃষ্টি দেখা গেছে।

দেখানো হচ্ছে ৮ নম্বর বিপদ সংকেত।

বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। জনসচেতনতা বাড়াতে চলছে মাইকিংসহ নানা প্রচার। প্রাণহানির হাত থেকে উপকূলবাসীকে রক্ষা করতে নেওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে। কিন্তু ঝুঁকিপূর্ণ জেনেও বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে তেমন একটা আগ্রহী নন মানুষজন।  

বিপদ সংকেত উড়ছে, চলছে সচেতনতামূলক মাইকিং, সম্ভাব্য ক্ষতি এড়াতে প্রশাসন সব ধরণের প্রস্তুতি নিলেও আশ্রয়কেন্দ্রগুলো এখনও খালি। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ণে যেতে চাচ্ছেন না স্থানীয়রা।  

জরাজীর্ণ আশ্রয়কেন্দ্রে গিয়ে তেমন লাভ নেই বলেও জানান উপকূল এলাকার লোকজন। তা ছাড়া সেখানে গিয়ে গাদাগাদি করে থাকতে হবে মনে করছেন তারা।  

সোনাগাজী চর খোন্দকার এলাকার বাসিন্দা নিরঞ্জন জলদাস বলেন, আরও কত ঘূর্ণিঝড় দেখেছি, এসবে আমরা ভয় পাই না। ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়ণে গেলে, ঘরে তো কিছু থাকবে না। সব লুট হয়ে যাবে।  

পাড়ার আরেক বাসিন্দা হরমোহন জলদাস বলেন, এখানে নৌকা-জালসহ লাখ টাকার সম্পদ পড়ে আছে। এসব ছেড়ে তো অল্প কটা চিড়া মুড়ির জন্য আশ্রয়ণ কেন্দ্রে যেতে পারি না।  

পাড়ার নারী বাসিন্দা ফুলবি জলদাস বলেন, আশ্রয়ণ কেন্দ্রগুলোতে বসবাসের জন্য নারীদের জন্য ভালো ব্যবস্থা নেই। নিরাপত্তা নেই, তাই ঘরেই ভালো। পানি না ওঠা পর্যন্ত আমরা আছি।

উপকূলবর্তী এলাকার জেলে ও শ্রমজীবী মানুষগুলো বলছে ঝড়, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকেন তারা। প্রশাসন তাদের ঘর-বাড়ি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারা দুর্যোগে আশ্রয়কেন্দ্রমুখী হবেন।

ফায়ার সার্ভিস সোনাগাজীর টিম লিডার মফিজুর রহমান বলেন, মানুষকে সচেতন করতে আমরা তিনভাগে ভাগ হয়ে কাজ করছি। মোট ২৭ জন মাঠ পর্যায়ে কাজ করছে। উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার জন্য কাজ করে যাব আমরা।

এদিকে, স্থানীয় প্রশাসন বলছে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, উপকূলে ৮ নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় উপজেলা সোনাগাজীর ঝুঁকিপূর্ণ চারটি ইউনিয়নের আশ্রয়কেন্দ্রগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ৪৩টি কেন্দ্র, মাঠে থাকবে দুই হাজার সিপিপির স্বেচ্ছাসেবক। পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।