ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশার সিটের ভেতর ফেন্সিডিল, চালক আটক

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
অটোরিকশার সিটের ভেতর ফেন্সিডিল, চালক আটক

লালমনিরহাট: ব্যাটারি চালিত অটোরিকশার সিটের ভেতর থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ চালক সহির আলীকে (৪৫) আটক করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।

শনিবার (১৩ মে) বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি শিয়ালখোয়া রোডে নামুড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক চালক সহির আলী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার সাকেত আলীর ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক জানান, উপজেলার নামুড়ি শিয়ালখোয়া বাইপাস সড়কে ভারতীয় সীমান্ত থেকে মাদক আসছে এমন একটি গোপন খবরে নামুড়ি বাজারে ট্রাফিক পুলিশ নিয়ে চেকপোষ্ট বসায় থানা পুলিশ।

এ সময় ভারতীয় সীমান্ত ঘেঁসা চন্দ্রপুর থেকে আসা সহির আলীর অটোরিকশাটি আটক করে গাড়ির সিট বক্স তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অটোরিকশায় থাকা একজন যাত্রী পালিয়ে গেলেও চালক সহির আলীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আটক চালক সহির আলী ও পলাতক যাত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।