ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বালু বোঝাই ট্রাকের চাপায় আয়ান হোসেন (১১) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে।  

রোববার (১৪ মে) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের ওল্টু বিশ্বাসের ছেলে। সে রোয়াকুলি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আয়ান বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে রোয়াকুলি বটতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়ানের।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।