ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ১৫, ২০২৩
পাথরঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আল আমিন একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মাহবুবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ আল আমিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।