ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ১৬, ২০২৩
গাজীপুরে এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া বেহারীপাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ (২৩) ও একই থানার খয়েরদির চর এলাকার হেলাল শেখের ছেলে আদিল শাহ জসিম ওরফে মনির (২৩)।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি জেনিস জুতা তৈরির কারখানায় চাকরি করতেন রিয়াদ ও মনির। ওই কারখানার ৩ নম্বর গেটের পাশে গাছের ডালে এক রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থা তাদের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার (১৫ মে) রাতের কোনো এক সময় তারা আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত দুই যুবক একসঙ্গে থাকতেন। একসঙ্গে খাওয়া-দাওয়া করতেন। একই কারখানায় চাকরি করতেন। তারা সমকামী হতে পারেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।