ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে শিশু অপহরণ, সিসিটিভিতে দেখা ব্যক্তিকে খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ১৭, ২০২৩
মোহাম্মদপুরে শিশু অপহরণ, সিসিটিভিতে দেখা ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে মো. সিদ্দিক নামে তিন বছরের এক শিশু অপহরণের শিকার হয়েছে। সন্দেহভাজন অপহরণকারীকে খুঁজছে পুলিশ।

বুধবার (১৭ মে) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসার সামনের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল সিদ্দিক। এমন সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি শিশুটিকে অপহরণ করে।  

শিশুটির পিতা মো. দেলোয়ার হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় গত ২৯ এপ্রিল একটি মামলা দায়ের হয়।

মামলা তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ ও ছবি সংগ্রহ করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি শিশু সিদ্দিককে কোলে করে নিয়ে যাচ্ছে।

ছবির এই ব্যক্তি অপহরণ মামলার সন্দেহভাজন আসামি। অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ।

শিশুটিকে উদ্ধারে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিসিটিভিতে দেখা ওই ব্যক্তির সন্ধান পেলে মোহাম্মদপুর থানার ওসি (০১৩২০-০৪০৮৫৮) বা মামলার তদন্তকারী কর্মকর্তা (০১৭৩-৫১৭৫৪০৮) কিংবা মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৮৬৫) সঙ্গে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ১৭, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।