ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ 

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদী থেকে সিরাজুল আরেফিন আকিব (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদিটিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আকিব কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। তিনি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে আকিব কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ডুবুরি দল সারাদিন মরদেহটি উদ্ধারে অভিযান পরিচালনা করে না পেয়ে সন্ধ্যায় অভিযান বন্ধ করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) শাহীনুর রহমান বলেন, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও তার পরিবারের সম্মতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।