ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সুদান থেকে দেশে ফিরেছেন ৭২১ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
সুদান থেকে দেশে ফিরেছেন ৭২১ বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ডি এইচ বাদল

ঢাকা: সুদান থেকে এ পর্যন্ত ৭২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে থেকে আরও ১৬০ জন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।

ইতোমধ্যেই তারা দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে)  সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে ৭২১ জনকে দেশে ফিরিয়ে এনেছে। আরও ১৬০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন করেছেন।

তিনি আরও বলেন, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পরিবহন করা হচ্ছে। জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবার প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিদের নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।

গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। সব মিলিয়ে কয়েক দফায় সুদান থেকে দেশে ফেরেন ৭২১ জন।

প্রসঙ্গত, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছিলেন। এর মধ্যে ৭২১ জন দেশে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।