ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িলে ট্রেনের ধাক্কায় নিহতের পরিচয় মিলেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ১৮, ২০২৩
কুড়িলে ট্রেনের ধাক্কায় নিহতের পরিচয় মিলেছে

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম বাবু (২৩)।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানাধীন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর জানান, নিহত বাবুর বাড়ি ভোলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামে। তার বাবা মৃত মফিজুল হক। তিনি থাকতেন গুলশান কালাচাঁদপুর এলাকায়। কিছুই করতেন না তিনি।

এসআই আরও জানান, আজ (১৮ মে) বিকেল ৫টার দিকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘এগারসিন্ধুর’ ট্রেনের সঙ্গে ধাক্কা খান তিনি। এতে ছিটকে রাস্তার পাশে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। রাতে খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন। তাদের আবেদনেই বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।