ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেঁচে থাকুক আবিদ, সহযোগিতা প্রয়োজন সবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
বেঁচে থাকুক আবিদ, সহযোগিতা প্রয়োজন সবার

ফেনী: ফাইজানাল হক আবিদ। বয়স সবে তিন বছর ছয় মাস।

শৈশবের দুরন্তপনার বয়স হলেও দুরারোগ্য ব্যাধিতে ছটফট করছে শিশুটি। প্রহর গুনছে মৃত্যুর। সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এই ছোট ছেলেটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে।
 
গত সেপ্টেম্বরে প্রথম ব্লাড ক্যান্সার ধরা পড়ে। জানুয়ারি মাসে টাটা‌ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা শুরু হয়। এরপর ডাক্তার দেখানো সহ ১৬টি কেমো থেরাপি দেওয়া হয়েছে, আরো কেমো থেরাপির জন্য প্রস্তুতি নিতে বলেছে ডাক্তার। এই পর্যন্ত চিকিৎসা বাবদ ২৫ লাখ টাকা খরচ হয়েছে।  

গত ১১ মে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার কারণে ফুসফুসের প্রায় ৯০% ইনফেকশন হয়েছে। আইসিইউতে প্রতিদিন খরচ হচ্ছে ১ লাখ ৫০ হাজার টাকা যা তার বাবার পক্ষে সম্ভব হচ্ছে না! তার চিকিৎসার জন্য জরুরি ভিক্তিতে ২০ লাখ টাকার প্রয়োজন।

ব্যয়বহুল চিকিৎসার জন্য যা ছিল সবই খরচ হয়েছে। তাই সন্তানের জীবন বাঁচাতে প্রবাসীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।  

সবার সহযোগিতায় একটি শিশুর পৃথিবীতে বেঁচে থাকবে সে প্রত্যাশা করছে তার বাবা।  

শিশু ফাইজানাল হক আবিদ ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের বড় বাড়ির ফজলুল হকের ছেলে। ছেলের চিকিৎসার জন্য সবার কাছে সহায়তা ছেয়েছেন বাবা।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।