ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক: স্পিকার

ঢাকা: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (১৯ মে) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডে আয়োজিত ‌‘গ্রিন টেলিভিশন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গ্রিন টিভির লোগো উন্মোচন করেন ।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ সম্পূর্ণরূপে কার্যকর। ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত জ্ঞান আবশ্যক। তরুণরা সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে তাদের মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমর্থ হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। উন্নয়নের অভিযাত্রী অদম্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের অগ্রযাত্রায় মিডিয়াসহ সবার দায়িত্বশীল অংশগ্রহণ একান্ত আবশ্যক।

স্পিকার বলেন, সব কার্যক্রম পরিচালনায় পরিবেশকে গুরুত্ব দিতে হবে। কোভিড পরবর্তী ‌‘বিল্ড বেটার, বিল্ড গ্রিনার’ স্লোগানকে প্রাধান্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম নিতে হবে টেলিভিশনটিকে৷

রংধনু গ্রুপের চেয়ারম্যান এবং গ্রিন টিভির পৃষ্ঠপোষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ। বিশেষ বক্তব্য দেন গ্রিন টিভির পরিচালক আমীন হেলালী।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।