লক্ষ্মীপুর: বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে নিশা (১২) ও রাফসি আহসান (১০) নামে দুই ছাত্রী।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে থাকা পল্লী বিদ্যুতের খোলা লাইনের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
আহত নিশা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী ও রাফসি আহসান তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিশা ওই এলাকার বকসি বাড়ির খোকা সিকদার ও রাফসি একই বাড়ির মো. রনির মেয়ে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা আক্তার মিতু বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বিশেষ করে হাতে গুরুতর জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, বিদ্যালয়ের ছাদে সব সময় তালা দেওয়া থাকে। আজকে কে বা কারা তালা খুলেছে, তা আমরা জানি না। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের খোলা তার গেছে। ঘটনার সময় চিৎকার শুনে আমরা তাদের উদ্ধার করি।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
আরএ