ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বান্দরবান থেকে আলোচিত সেই পর্ন তারকা যুগল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, অক্টোবর ২০, ২০২৫
বান্দরবান থেকে আলোচিত সেই পর্ন তারকা যুগল গ্রেপ্তার গ্রেপ্তার অভিযুক্ত যুগল। ছবি: সংগৃহীত

ঢাকা: পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি আলোচিত সেই পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) ভোরে বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, আজ ভোরে বান্দরবান থেকে আলোচিত সেই পর্ন তারকাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই যুগলের বিরুদ্ধে বাংলাদেশে বসেই বৈশ্বিক পর্নোগ্রাফি প্লাটফর্মে সক্রিয়তার অভিযোগ মেলে।  

সম্প্রতি অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করলে তাদের এই সক্রিয়তার বিষয়টি সামনে আসে।

প্রতিবেদনে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে ওইসব প্লাটফর্মে সক্রিয় হন। এক বছরের মধ্যে তাদের বিপুলসংখ্যক অনুসারী তৈরি হয়।

এসসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।