ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কোনাবাড়ীতে আগুনে পুড়লো ১১ ঝুট গুদাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ২০, ২০২৩
কোনাবাড়ীতে আগুনে পুড়লো ১১ ঝুট গুদাম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় আগুন লেগে ১১টি ঝুট গুদাম পুড়ে গেছে। শুক্রবার (১৯ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ঝুট গুদামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন বোরহান ও মামুনসহ নয়জনের মালিকানাধীন ১১টি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, সরাবো ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ঝুট মালামাল ও ১১টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মে ২০, ২০২৩ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।