ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এপিসিটিটির পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
এপিসিটিটির পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ 

ঢাকা: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসকাপ) এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অব টেকনলজি-এপিসিটিটির পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ ।  

বৃহস্পতিবার ইউনএনএসকাপের ৭৯তম কমিশন অধিবেশনের সমাপনী সভা চলাকালীন নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়।

ব্যাংককের বাংলাদেশ দূতাবাস জানায়, চীন, ইরান, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র, রাশিয়ান ফেডারেশন, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং উজবেকিস্তানও এ পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়। স্বাগতিক দেশ হিসেবে ভারত এই গভর্নিং কাউন্সিলের স্থায়ী সদস্য। নতুন সদস্যরা ২০২৩  থেকে ২০২৬ সময়ের জন্য পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করবে।

এপিসিটিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত 
ইউএন-এসকাপ-এর একটি আঞ্চলিক প্রতিষ্ঠান। যেটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইউএন-এসকাপ-এর সদস্য রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির বিকাশ ও হস্তান্তরের জন্য কাজ করে থাকে।  

বাংলাদেশ গত বছরের ইউএন-এসকাপ-এর ৭৮তম কমিশন অধিবেশনে চারটি আঞ্চলিক প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হয়। এখন বাংলাদেশই একমাত্র দেশ যেটি ইউএন-এসকাপ-এর পাঁচটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচিত সদস্য।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।