ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মে ২১, ২০২৩
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বা‌সের চাপায় আজিজুল হাকিম (২৫) না‌মে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ মে) রাত ৮টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপ‌জেলার গেড়াখোলা নামক স্থানে ‘মা’ ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত আজিজুল হাকিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা‌ গে‌ছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো -ব- ১৪-১১৩৩) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে বাইক চালক গুরুতর আহত হন। খবর পে‌য়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ক‌র্মীরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখা‌নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বাংলানিউজিকে বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে বাইকারের মৃত্যু হয়। তার মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।