ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে বাসের চাপায় একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
ভৈরবে বাসের চাপায় একজন নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসের চাপায় মিজানুর রহমান মিজান (৬৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) দিনগত রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার টি এ রোড, থানা ব্রিজ (ফকিরাপুল) এলাকায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের জোনাল প্রতিনিধি ছিলেন।

নিহত ওই ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত সোয়া ৯টার দিকে ভৈরব উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় একটি বাসে ওঠতে চেষ্টা করেন মিজানুর রহমান। এ সময় বাসটির হেলপার তাকে (মিজান) বাসে উঠতে না দিয়ে নিচে ফেলে দেন। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিজানুর রহমানের ছেলে জুম্মান বাংলানিউজকে জানান, আমার বাবাকে বাসের নিচে ফেলে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।