ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিমানের দুটি ফ্লাইটে জেদ্দা পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
বিমানের দুটি ফ্লাইটে জেদ্দা পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে

ঢাকা: বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে জেদ্দা বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী।  

রোববার (২১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় প্রথম ফ্লাইটে ৪১৪ জন এবং বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় ফ্লাইটে ৪১৫ জন জেদ্দায় পৌঁছান।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে আসা এই হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।  

সৌদির হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত এ সময় বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।  

জেদ্দা বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।  

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের স্বাগত জানিয়ে বলেন, যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন পাশে রয়েছে। হজযাত্রীদের সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশি হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা দেখে ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে অভিভূত হয়ে পড়েন।  রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ বছর বাংলাদেশি হজযাত্রীরাই প্রথম এলেন জেদ্দায়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন পবিত্র হজ পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২১, ২০২৩ 

টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।