ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চনপাড়ায় উপ-নির্বাচনে একটা টুঁ শব্দও হবে না: ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ২১, ২০২৩
চনপাড়ায় উপ-নির্বাচনে একটা টুঁ শব্দও হবে না: ডিসি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সেই আলোচিত মেম্বার বজলুর রহমান বজলুর ওয়ার্ডে উপ-নির্বাচনে একটা টু শব্দও হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ।

রোববার (২১ মে) বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।



এ সময় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, ৫০ থেকে ১শ জন মানুষের আচরণের কারণে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার এত বদনাম। অনেক মাদক সম্রাজ্ঞীর নাম শুনেছি। তাদের ছবিসহ আমাদের কাছে তালিকার রয়েছে এবং কারা কী করছেন রেকর্ড নিচ্ছি। এই উপ-নির্বাচনে ভোট নিয়ে ভয়-ভীতি বা শক্তি প্রদর্শন করলে তাদের সঙ্গে জেলখানায় দেখা হবে। নির্বাচনে প্রার্থীদের ১৬ জনের মধ্যে কয়জন জেলখানায় থাকবেন তা আমি জানি না। কেউ যদি কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন বা কাউকে হুমকি দেন তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া এই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাকে একটি স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। তাই নতুন প্রজন্মকেও স্মার্ট হতে হবে। নির্বাচনে কোনো ধরনের প্রভাবিত করার কথা যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন, আমরা তাৎক্ষণিক এখানে উপস্থিত হয়ে যাবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক, সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল রূপগঞ্জ ও আড়াইহাজার) আবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার তাজাল্লি ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম শায়েদসহ আরও অনেকে।

আলোচিত সদস্য বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হয়। এ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, হত্যা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলার আসামিও রয়েছে। প্রার্থীরা হলেন- সমসের আলী, জয়নাল আবেদীন, শাহাবুদ্দিন, রবিন, ইব্রাহিম মোল্লা, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, নূর আলম, জহিরুল ইসলাম, আবিদ হাসান চাঁন মিয়া, মো. ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আল আমিন ও মো. বাবুল।  আগামী ১২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।