ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ২২, ২০২৩
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় ইয়াসিন আলী (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন আলী বগুড়া সদর উপজেলার খামারখন্দ এলাকার তাহের উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বেসরকারি একটি ব্যাংকে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শাজাহানপুরের বি-ব্লকের দিকে যাচ্ছিলেন ইয়াসিন। পথেমধ্যে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়।  

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হোসাইন জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২২, ২০২৩
কেইউএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।