ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ২২, ২০২৩
গোপালগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে স্মৃতি বাছাড় (৪৬) নামে এক নারীকে কুপিয়ে হত্যার পর মরদেহ বাদাম ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বিত্তরা।  

সোমবার (২২ মে) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামের পাশেরে একটি বাদাম ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ওই নারী একই গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী।

রোববার (২১ মে) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ ধারণা করছে।  

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিগত তিন মাস আগে জমির গাছ কাটাকে কেন্দ্র করে একই এলাকার বাদল শেখের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ওই নারীর দায়েরকৃত মামলায় রোববার জামিন নিয়ে রাতেই তাকে হত্যা করে ওই গ্রামের একটি বাদাম ক্ষেতে তার মরদেহ ফেলে যায়। ওই নারীর শরীরের একধিক স্থানে কোপের চিহৃ রয়েছে। এর আগেও একবার ওই নারীকে হাত-পা বেঁধে বাড়ি থেকে দূরে জমির মধ্যে রেখে এসেছিল দুর্বিত্তরা। এ বিষয়েও মামলা চলমান রয়েছে।

গোপালগঞ্জের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওই কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।