ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, মে ২৩, ২০২৩
পার্বতীপুরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

নীলফামারী:  দিনাজপুরের পার্বতীপুরে চালককে গলা কেটে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে রুবেন দাস ইটভাটার কাছে ঘটনাটি ঘটে।

 

পুলিশ জানান, ব্যাটারিচালিত ভ্যান চালক হোসেন আলীকে (৫৫) গলা কেটে ফেলে রেখে তার ব্যবহৃত অটোভ্যানটি নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রাত ১০টার দিকে ল্যাম্ব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

হোসেন আলীর বাড়ি পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তার বাবার নাম জলু প্রামাণিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, পার্বতীপুর শহর থেকে যাত্রী নিয়ে রাজাবাসর হয়ে আসার পথে যাত্রীবেশে দুর্বৃত্তরা তার গলায় ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হোসেন আলীকে উদ্ধার করে ল্যাম্ব হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশে যাত্রীবেশে ভ্যানে ওঠেন। পরে তারা আলীকে গলাকেটে হত্যা করে। দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মে  ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।