ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় কলেজশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
বগুড়ায় বাসচাপায় কলেজশিক্ষক নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় বাসচাপায় হাফিজুর রহমান (৫৫) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের হাফিজুর রহমান বগুড়া ধুনট উপজেলার মিজান সরকারের ছেলে। তিনি শহরের উপশহরে ভাড়া বাসায় থাকতেন এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে কলেজের উদ্দেশে বের হন হাফিজুর রহমান। ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। বাস জব্দ করা গেলেও কাউকে আটক করা যায়নি।  

উপশহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া হাইওয়ে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
কেইউএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।