ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা আব্দুল কুদ্দুস

কুমিল্লা: কুমিল্লা নগরীর টিক্কারচরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ মে) রাতে টিক্কারচর ব্রিজের দক্ষিণ পাশের চা দোকানে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আব্দুল কুদ্দুস (৩৫) কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি অটোরিকশাচালক।

কুদ্দুসের বাবা আব্দুস সালাম বলেন, আমার তিন ছেলের মধ্যে কুদ্দুস মেঝো। সে শ্বশুরবাড়ি দক্ষিণ চর্থায় ছিল। সন্ধ্যার দিকে তাকে শুভপুরের সোহাগ নামে এক ছেলে ডেকে আনে। এসময় কুদ্দুস, সোহাগ ও সাগর নামে আরেকজন দোকানে চা পান করছিল। একপর্যায়ে সোহাগ টাকা চায় কুদ্দুসের কাছে। এসময় কুদ্দুস তাকে ২০০ টাকা দিয়ে বলে, জেল থেকে আসছিস? ঠিকঠাক মতো চলিস। এ টাকাটা রাখ, এখন এটা দিয়ে চল। টাকাটা হাতে নিয়েই সোহাগ আমার ছেলেকে ছুরিকাঘাত করে। এসময় সাগর নামে অন্যজনকেও ছুরিকাঘাত করে। তবে তার শরীরে ভালোভাবে লাগেনি। সে এখন হাসপাতালে। ধারণা করছি টাকা কম দেওয়ায় সে আমার ছেলেকে মেরেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।  

তিনি জানান, কুদ্দুসের কাছে সোহাগ ১০ হাজার টাকা পাবে, প্রাথমিক তদন্তে এমন তথ্য জেনেছি। এই পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আরএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।