ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রয়াত পীযুষ কান্তি চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
প্রয়াত পীযুষ কান্তি চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান শুক্রবার পীযুষ কান্তি চৌধুরী

কক্সবাজার: কক্সবাজার জেলার বিশিষ্ট আইনজীবী, শহীদ বুদ্ধিজীবীর সন্তান ও ন্যাপের সাবেক সভাপতি অ্যাড. পীযুষ কান্তি চৌধুরী গত ১১ মে (বৃহস্পতিবার) ৭৫ বছর বয়সে পরলোক গমন করেন।

পরেরদিন শুক্রবার (১২ মে) সকাল ১১টায় কক্সবাজার মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এ শেষকৃত্য অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো্শতাক আহমদ চৌধুরী, পৌর চেয়ারম্যানসহ বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার কারণে তাঁর বাবা জ্ঞানেন্দ্র লাল চৌধুরীকে পাকবাহিনী নির্মমভাবে হত্যা করে।

প্রয়াত পীযুষ কান্তি চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ এর সভাপতি। এছাড়াও তিনি ন্যাপের কক্সবাজার জেলা সভাপতি ও আদিনাথ মন্দির কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।

শুক্রবার (২৬ মে) কক্সবাজারের সরস্বতী বাড়ি প্রাঙ্গণে পরলৌকিক শ্রাদ্ধানুষ্ঠান এবং মধ্যাহ্নভোজ সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।