গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় সাবিক মিয়া (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঠুটিয়াপাকুর বাজারে ব্রয়লার মুরগি পৌঁছে দিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন সাকিব। পথে ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমানি এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআই