ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভবিষ্যৎ লক্ষ্য পূরণে বিজনেস-মার্কেটিং-এ দক্ষ লোক দরকার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, মে ২৮, ২০২৩
ভবিষ্যৎ লক্ষ্য পূরণে বিজনেস-মার্কেটিং-এ দক্ষ লোক দরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে অনেক উদ্ভাবনী, বুদ্ধিমান, সৃষ্টিশীল ও মার্কেটিং-বিজনেস-ম্যানেজমেন্টে দক্ষ লোক দরকার বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৭ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ আল ফারুক মিলনায়তনে এশিয়া মার্কেটিং ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেখানে স্মার্ট জাতি ও স্মার্ট নাগরিক তৈরিতে মার্কেটিং এর ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে আধুনিক মার্কেটিংয়ের জনক খ্যাত অ্যামেরিকান মার্কেটিং বিশেষজ্ঞ প্রফেসর ফিলিপ কোটলারের ৯২তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর হারমাওয়ান কার্তাজায়া, প্রেসিডেন্ট প্রফেসর ড. ফারহাত আনোয়ার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মীজানুর রহমান।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা এমন সমাজ গঠতে চাই যেখানে নারী, পুরুষ, ধনী, গরিব, নগরবাসী এবং গ্রামীণ মানুষের সরকারি সার্ভিস পেতে সমান প্রবেশাধিকার থাকবে। আমি মনে করি আমরা একটি পরিবর্তনকালীন সময় পার করছি। স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের বিজনেস, মার্কেটিং এ দক্ষ লোক দরকার।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট সিটিজেন হবে মেধাবী, উদ্ভাবনী চিন্তাভাবনা সম্পন্ন ও সমস্যা সমাধানকারী। আমরা একটা সমস্যা সমাধানকারী জেনারেশন তৈরি করতে চাই, সমস্যা সৃষ্টিকারী নয়। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছি। তরুণ ডাইনামিক লিডার সজিব ওয়াজেদ জয়ের সঠিক দিকনির্দেশনায় আমরা ডিজিটাল বাংলাদেশ ভিসন ২০৪১ অর্জন করতে পারি।

অনুষ্ঠানে ফিলিপ কটলার ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মার্কেটিং এর পরিবর্তন, কোভিড পরবর্তিী বিজনেসের পরিবর্তন, কোম্পানিগুলোর ব্রান্ড এক্টিভিজম, ভবিষ্যতে মার্কেটিং এর নানাদিক, সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এসকেবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।