ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ইডিসিএলের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
ইডিসিএলের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা: সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএলের প্লান্ট স্থাপন প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক সেখানে অভিযান পরিচালনা করেছে।

রোববার (২৮ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএলের প্লান্ট স্থাপন প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের বিষয়ে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে আজ চারটি অভিযোগের বিষয়ে একটি অভিযান ও তিনটি দপ্তরে পত্র পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএমএকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।