ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ২৯, ২০২৩
যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. সাইদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

এসময় সাইফুলের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

সোমবার (২৯ মে) দুপুরে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদ হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ মে) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলের চালানসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সাইদুল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন।

গ্রেপ্তারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসজেএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।