ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
মগবাজারে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ জব্দ করা ফেনসিডিল

ঢাকা: হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

বুধবার (৩১ মে) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান ডিবি মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান।

গ্রেপ্তাররা হলেন, পরশ ওরফে দুমাসু ও মো. জাহিদ ওরফে হানিফ।

এসি মো. এরশাদুর রহমান জানান, দু’জন মাদকবিক্রেতা মগবাজার এলাকায় ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরশ ও জাহিদকে গ্রেপ্তার করা হয়। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।